History of Karbala - Hussaini Qafela Ep#02 - হুসাইনী কাফেলা - Arman Attari
পবিত্র মুহাররমুল হারাম মাসে ইমাম হুসাইন رضي الله عنه সপরিবারে সাথীদের নিয়ে কারবালার ময়দানে অবস্থান করেন আর সেখানেই ঘটে যায় ইসলামের ইতিহাসে হক আর বাতিলের মাঝে চরম মর্মান্তিক ঘটনা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সেই আপোষহীন সংগ্রাম আজও আমাদের মাঝে মানবতার উৎকর্ষতায় আলোকবর্তিকা হয়ে আছে। ঐতিহাসিক সেই ঘটনার অম্লান স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে মাদানী চ্যানেল বাংলা নিয়ে আসছে বিশেষ অনুষ্ঠান "হুসাইনী কাফেলা"। ঐতিহাসিক এই অনুষ্ঠানটি সপরিবারে নিজেও দেখুন অপরকে দেখতে উৎসাহিত করুন। মাদানী চ্যানেল বাংলার সেরা ও চমৎকার সব অনুষ্ঠানমালা দেখুন এবং জ্ঞান অর্জন সহ সচেতনতা লাভ করুন। চলুন দেখি দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ কুরআন ও হাদীসের আলোকে কেমন চমৎকার ও প্রয়োজনীয় সব তথ্যাবলী আমাদের দিচ্ছেন। Program: Hussaini Qafela Ep#02 Topic: হযরত ইমাম মুসলিম رضي الله عنه’র সাথে কুফাবাসীর বিশ্বাসঘাতকতা
Share